ছাতকের লাকেশ্বর গ্রামের মাঠে ষাঁড়ের লড়াই পুলিশী বাধায় পন্ড

45

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পুলিশী বাধায় পন্ড হয়েছে ষাঁড়ের লড়াই। গত শনিবার সকালে পুলিশের বাধার মুখে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার সংলগ্ন মাঠে পূর্ব ঘোষিত ষাঁেড়র লড়াই অনুষ্ঠিত হয়নি। গত কয়েক দিন ধরে শনিবার দিনব্যাপী ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালায় আয়োজক কমিটির লোকজন। ছাতকে ষাঁড়, মহিষ ও মোরগ লড়াইসহ সব ধরনের প্রানী নির্যাতন বন্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকায় লাকেশ্বরের এ আয়োজন বন্ধ করে দেয় পুলিশ। একটি সূত্র জানায়, ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে লাকেশ্বর এলাকায় গত ক’দিন ধরে পক্ষে-বিপক্ষে বিরাজ করছিল তুমুল উত্তেজনা। লাকেশ্বর, ছৈলা, আনুজানী, সাতপাড়া, বরাটুকাসহ আশপাশের গ্রামের ষাঁড়ের মালিকগণ অঘোষিত কমিটির মাধ্যমে লাকেশ্বর মাঠে ষাঁড়ের লড়াইর আয়েজেন করে। শুক্রবার থেকে বিভিন্ন এলাকার প্রতিযোগী ষাঁড় নিয়ে মাঠে আসতে থাকেন মালিকগন। কিন্তু স্থানীয় একটি পক্ষ ষাঁড়ের লড়াই বন্ধে অবস্থান নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা। অবশেষে পুলিশি বাধায় ষাঁড়ের লড়াই পন্ড হয়ে যায়। স্থানীয় আ.লীগ নেতা মোতাহার আলী জানান, এলাকার ষাঁড় মালিকগণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই আয়োজন করেছিল লাকেশ্বর মাঠে। এলাকাবাসী এতে সহযোগিতারও আশ্বাস দেয়। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে এ আয়োজন বাতিল করা হয়। ইউপি সদস্য ফিরোজ আলী জানান, ক’জন ব্যক্তির বিরোধীতার কারণে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়নি। দুর-দূরান্ত থেকে উৎসুক মানুষ লড়াই দেখতে এসে ফিরে যেতে হয়েছে। সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ জানান, ষাঁড়ের লড়াই বা প্রাণী নির্যাতনে ছাতক উপজেলা এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে পুলিশ ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হতে দেয়নি।