এসএসসির স্থগিত দুই পরীক্ষা ২০ ও ২১ মার্চ

42

exam_57927কাজিরবাজার ডেস্ক :
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত করা এসএসসি ও সমমানের দুটি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩ মার্চ এসএসসি ও সমমানের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, তা আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ৪ মার্চের পরীক্ষাগুলো আগামী ২১ মার্চ শনিবার ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন সময়সূচির কথা জানায় শিক্ষামন্ত্রণালয়।
৮, ১০ ও ১১ মার্চ তারিখের স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও জানানো হয়েছে।
৩ মার্চ জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। হরতালের কারণে তা স্থগিত করা হয়। ৪ মার্চ সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, কৃষি শিক্ষা ও সংগীত বিষয়ের পরীক্ষা। এ ছাড়া বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, বেসিক ট্রেড এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা।