বর্ধিত এলাকাসমূহে চাহিদার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করা হবে – মেয়র আরিফুল হক চৌধুরী

6
সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় ট্রেড লাইসেন্স এর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

চাহিদা বিবেচনায় বর্ধিত এলাকা সমূহে দ্রত সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন। এজন্য সিসিকের পক্ষ থেকে সব ধরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, নেয়া হচ্ছে নানাবিধ কর্মপরিকল্পনা। সিলেট সিটি বর্ধিত এলাকায় ট্রেড লাইসেন্স সেবার উদ্বোধন করে মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, বর্ধিত এলাকাসমূহে চাহিদার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ শুরু হবে।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরভবনে সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তি বর্ধিত এলাকা শাহপরান মাজার গেইট এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানকে রাজস্ব আওতায় ট্রেড লাইসেন্স প্রদানের মধ্যদিয়ে এই সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের সম্প্রসারিত এলাকায় প্রথম মো. আব্দুল মতিন রুমানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘রোমান ডেইরী এন্ড ফিশারীজ’কে ট্রেড লাইসেন্স দেয়া হলো।
বর্ধিত এলাকাসমূহের সকল ব্যবসায়িদের ট্রেড লাইসেন্স সেবার আওতায় আনতে সিসিকের রাজস্ব বিভাগ কাজ করছে উল্রেখ্য করে সম্প্রসারিত এলাকার সকল ব্যবসায়িদের অবিলম্বে এই ট্রেড লাইসেন্স গ্রহণের আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারি লাইসেন্স কর্মকর্তা মো. রুবেল আহমদ নান্নু সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। বিজ্ঞপ্তি