নিরাপদ সড়কের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

43
ঢাকায় আবরার হত্যার প্রতিবাদে এবং ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার মিছিল ও সমাবেশ।

ঢাকার নর্দ্দায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার রহমান চৌধুরীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে সারাদেশে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা। বিকাল ৪ টায় সংগঠন কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় বক্তব্য রাখেন নগর শাখার সহ সভাপতি বিশ্বজিৎ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক পলাশ কান্ত দাশ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন- সারাদেশে অব্যাহত মৃত্যুর মিছিলে আজ পথচারী শিক্ষার্থীরাও নিরাপদ নয়। মাত্র কয়েকমাস আগে সারাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্র জনতার অভূতপূর্ব সাড়া সরকারকে বিন্দুমাত্র নাড়া দিতে পারেনি। তাই এখনো সড়কে লাগামহীন অব্যাবস্থাপনা অনিয়ম আবরাবের মত অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। সমাবেশে অবিলম্বে ফিটনেসবিহীন পরিবহন বন্ধসহ শিক্ষার্থীদের ৮ দফা যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।