দক্ষিণ সুনামগঞ্জে শিশু সুরক্ষা সুদৃঢ়করণ পদ্ধতি প্রকল্প কিশোর কিশোরী ক্লাব বিতর্ক প্রতিযোগিতা

46

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জে শিশু সুরক্ষা সুদৃঢ়করণ পদ্ধতি প্রকল্প কিশোর কিশোরী ক্লাব বিতর্কপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায়, এফআইভিডিবি’র বাস্তবায়নে এসসিপিএস প্রকল্পের ট্যাকনিকেল অফিসার এটিএম জান্নাতুন নাইম’র সভাপতিত্বে, এসসিপিএস প্রকল্পের সিনিয়র সোস্যাল ওয়ার্কার ইউসুফ আলী’র পরিচালনায় প্রধান অথিতি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা  শিশু বিষয়ক অফিসার বাদল চন্দ্র বর্মণ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন এফাইভিডিবি সিফরডি প্রজেক্টের ট্রেনিং অফিসার মহসিন হাবীব জেমস, উপজেলা সিফরডি ম্যানেজার বিলকিস বেগম, সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিঃ সমিতির সাংগঠনিক স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এম এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা কম্পিউটার ফেয়ার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাংবাদিক সোহেল তালুকদার।
বিতর্ক প্রতিযোগিতা আরও বক্তব্য রাখেন এসসিপিএস প্রকল্পের সোস্যাল ওয়ার্কার আজিজুর রহমান, রুহেল আহমদ, হিল¬ুল পুরকায়েস্থ, এফাইভিডিবি শান্তিগঞ্জ কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের মেন্যাজার সৈয়ফুল ইসলাম চৌধুরী, কিশোর কিশোরী ক্লাবের সদস্য হোসাইন আহমদ, ফয়ছল আহমদ, শফিকুল ইসলাম প্রমুখ।
কিশোর কিশোরী বিতর্ক প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন পশ্চিম পাগলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড’র পক্ষে প্রতিযোগী দল রাজা মোহন, দিপা পাল, গুলশান আহমদ, প্রতিযোগী বিপক্ষ দল শিমুলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ড’র মনি আক্তার, আছহাব নুর, হাবিবুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন শিমুলবাক ইউনিয়নের প্রতিযোগী দল, রানার আপ হন পশ্চিম পাগলা ইউনিয়নের প্রতিযোগী দল। বিতর্ক প্রতিযোগিতা শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হয়েছে শিমুলবাক ইউনিয়নের প্রতিযোগী হাবিবুর রহমান।