রোটারেক্ট সপ্তাহ’র উদ্বোধন ॥ রোটারেক্টরাই গড়ে তুলতে পারে সুন্দর বাংলাদেশ

61

12345. (1)একেকজন রোটারেক্টর, একেকটি বাতি। সকল বাধা অতিক্রম করে তারাই গড়ে তুলতে পারে সুন্দর বাংলাদেশ। তাদের মধ্যে সেসব যোগ্যতা ও মেধা রয়েছে। তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। গতকাল সোমবার বিশ্ব রোটারেক্ট সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।
শুরুতেই রোটরেক্টাররা নিজ হাতে ঝাড়– তুলে নেন। একপর্যায়ে তারা বন্দরবাজার থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত অর্ধ কিলোমিটার এলাকা ঝাড়– দেয়। তাদের সঙ্গে হাত মেলান উপস্থিত অতিথিরাও। একপর্যায়ে নিজ হাতে ঝাড়– তুলে নেন সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সামিউল আলম, দুদক’র পিপি এডভোকেট লুৎফুল কিবরিয়া শামীমসহ উপস্থিত লোকজন। পরে অতিথিরা রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন আরআইডি ৩২৮২ আয়োজিত বিশ্ব রোটারেক্ট সপ্তাহকে স্বাগত জানিয়ে বিশাল র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমেও অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আরআইডি ৩২৮২ রোটারেক্ট ডিস্ট্রিক্ট লিডার ডিআরআর এডভোকেট হোসাইন আহমদ শিপন। বক্তব্য রাখেন রোটারেক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মুফতি শামীম, রোটারিয়ান পিডিআরআর কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান ফখরুস সালেহীন, রোটারিয়ান শাহিদা আক্তার, রোটারিয়ান মতিউর রহমান, রোটারিয়ান রাহাত তরফদার, রোটারিয়ান শফিক আহমদ, রোটারেক্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী কয়েস আহমদ সুমন, ইমরান চৌধুরী, রোটারেক্ট শাহ জুনেদ আলী, হাফিজুল হক, শামসুজ্জামান সাগর, কিবরিয়া সারওয়ার প্রমূখ।
৯ মার্চ থেকে ১৫ মার্চ বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন রোটারেক্ট অর্গানাইজেশন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে আরআইডি ৩২৮২ পক্ষ থেকে বিশ্ব রোটারেক্ট সপ্তাহ পালন করা হয়। ১৯৬৮ সালের ১৩ মার্চ আমেরিকায় নর্থ ক্যারোলিনায় (নর্থ ক্যারোলিনা) রোটারেক্ট ক্লাব জন্ম হয়। এরপর থেকেই সারা বিশ্বে এ দিনটিকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ মার্চ নদী পরিচ্ছন্ন অভিযানসহ বিবিন্ন কর্মসূচি। এসব কর্মসূচিতে সিলেটের সকল রোটারেক্টদের উপস্থিতি কামনা করেছেন ডিআরআর অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন। বিজ্ঞপ্তি