জকিগঞ্জ থানার বিতর্কিত ওসি জামশেদ আলমের বদলী

64

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জ থানার বহুল আলোচিত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামশেদ আলমকে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে। গতকাল রবিবার সকালে এ আদেশ পাঠানো হয়। জানা যায়, চলতি বছরের ৪ এপ্রিল জামশেদ আলম জকিগঞ্জ থানায় ওসি (ইনচার্জ) হিসেবে যোগদান করলে নানা বিষয়ে বিতর্কিত হয়ে উঠেন। এনিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ গত ১০ আগষ্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট একটি লিখিত অভিযোগ প্রদান করেন। এতে ওসি জামশেদ আলমের বিরুদ্ধে জামায়াত-শিবিরের কাছ থেকে বড় অংকের উৎকোচ নিয়ে আওয়ামীলীগ নিধন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তার ভূমিকা, থানা হাজতে কলেজ ছাত্রকে নির্যাতন, ৫০ হাজার টাকা উৎকোচ দাবী, ১০ হাজার টাকা মুক্তিপণ দাবী, ১ লক্ষ টাকা চাঁদা দাবী ও জকিগঞ্জে আলোচিত শিক্ষক করিম হত্যাকান্ড ধামাচাপা দেয়ার চেষ্টা ও জকিগঞ্জ থানাকে দালালদের আড্ডাখানার বিষয়টি তুলে ধরা হয়। ওসি জামশেদ আলমের এহেন অপকর্মের বিষয়টি সর্ব মহলে আলোচিত-সমালোচিত হলেও অদৃশ্য কারণে তিনি ওসি পদটি আঁকড়ে রাখেন। শেষ পর্যন্ত গতকাল রবিবার সকালে বিতর্কিত ওসি জামশেদ আলমকে বদলী করা হয়। এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম সেবা বলেন, জকিগঞ্জ থানার ওসি (ইনচার্জ) জামশেদ আলমকে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে। জকিগঞ্জ থানায় ওসি (ইনচার্জ) হিসেবে সিলেট ডিআইজি অফিসে কর্মরত এসআই শফিকুল ইসলাম শীঘ্রই যোগদান করবেন।