ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

68

Rali--2ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে সরকারী-বেসররকারী বিভিন্ন প্রতিষ্ঠান স্ব-স্ব ব্যানারে অংশ গ্রহন করে। গতকাল শুক্রবার সকালে কোর্টরোড এলাকায় এক ঘন্টা মানববন্ধন শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক জাহান রুবার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খান ছানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান খান, পৌর মহিলা কাউন্সিলর সুতপা দাস, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাতকের কো-অর্ডিনেটর শাহ আব্দুল মালেক খান, অধ্যাপক একেএম বাকের হোসেন, ছাতক টেকনিক্যাল কলেজের ইন্সষ্ট্রাক্টর প্রকৌশলী জমিউল আক্তার, ছাতক থানার এসআই আব্দুল মান্নান, সিলেট যুব একাডেমির জাফর আহমদ, ব্র্যাকের আব্দুল মালেক, বন্ধনের আরিফুজ্জামান, সীমান্তিকের আলমগীর মিয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোহাম্মদ শাহীন, ফিল্ড সুপারভাইজার বকুল দেবনাথ, হোসেন আহমদ সুমন, মাঠ সহকারী কৃপেশ চন্দ, কামরুজ্জামান, আক্তার হোসেন, জামাল উদ্দিন, মোক্তার হোসেন, পুরবী ব্যানার্জী প্রমুখ।