এড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় গৃহবধূকে হত্যার চেষ্টা

52

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় এক গৃহবধূকে প্রহার করে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় সদর উপজেলার সুলতানশী গ্রামের নুর মিয়ার কন্যা গৃহবধূ হনুফা বেগম (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ৮ বছর আগে হনুফা বেগমকে বিয়ে দেয়া হয় এড়ালিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র দুবাই প্রবাসী আব্দুর রউফ (৩৫) এর সাথে। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি আব্দুর রউফ জীবিকার তাগিদে দুবাই চলে যায়। গতকাল হাসপাতালে গৃহবধু হনুফা বেগম জানায়, দুবাই থাকার সুবাদে শহরের এক কলেজ ছাত্রীর সাথে ফোনের মাধ্যমে তার স্বামীর প্রেমের সর্ম্পক গড়ে উঠে। রউফ সম্প্রতি দেশে আসে এবং হনুফার নিকট দ্বিতীয় বিয়ের অনুমতি চায়। হনুফা অনুমতি না দিলে তার উপর নির্যাতন চলে। গতকাল ওই সময় আব্দুর রউফ দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়ার জন্য তাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে তার মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা চালায়। হনুফার আর্ত চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে। ঘটনার পর থেকে স্বামী রউফ আত্মগোপন করেছে। হাসপাতালের ডাঃ মহসিন করিম জানান, হনুফার অবস্থা আশংকাজনক।