বালাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী রব্বানীর ভোট বর্জন, রাতে ব্যালট বাক্স ভর্তির অভিযোগ

22

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাকুর রহমান মফুরের লোকজন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে অবৈধভাবে বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে রাখেন। এজেন্টদের মারধর করে ভোট কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোটারদের ভোট দানে বাধা প্রদান করা হয়েছে। এছাড়া অধিকাংশ ভোট কেন্দ্রে সকাল থেকে নৌকায় প্রতিকে জাল ভোট প্রদান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যালট পেপারে সিল দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রাখা ও টেবিল কাস্ট করা হয়েছে। সোমবার বেলা আড়াইটার টার দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘নির্বাচনের আগের রাতে সবক’টি কেন্দ্রে অবৈধভাবে ব্যালট বাক্সে ব্যাপক ব্যালট পেপার ভর্তি, ভোট গ্রহণের সময় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ ভোটকেন্দ্র দখল করে নজিরবিহীন ভোট ডাকাতির প্রতিবাদে আমি ভোট বর্জনের ঘোষণা করছি। একই সাথে ওই উপজেলায় পুন:নির্বাচনেরও দাবি জানাচ্ছি।’