মানববন্ধনে বক্তারা ॥ জগৎজ্যোতির খুনিদের বাংলার মাটিতে ফাঁসি দেখতে চাই

102

21একাত্তরের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী ছাত্রনেতা সময়রের সাহসী সৈনিক গণজাগর মঞ্চের অন্যতম সংগঠক জগতজ্যোতি তালুকদার ছিলো ছাত্রলীগের প্রাণ প্রিয় ও ন্যায়ের কষ্টসুর এবং আস্তাভাজক নেতা জাময়াত-শিবির কুলাঙ্গারদের হাতে খুন হয়েছে, আমরা মনে করি জগৎজ্যোতি হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত  তাদের বিচারের মাধ্যমে বাংলার মাটিতে ফাঁসি দেখতে চাই। শহীদ জগৎজ্যোতি তালুকদার এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহীদ জগৎজ্যোতি স্মৃতি সংসদ এর উদ্যোগে গতকাল সোসবার বিকাল ২টা সময় নগরীর মদিনা মার্কেট পয়েন্টে ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন পালন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য ও উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা ও বর্তমান সিলেট মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও বন পরিবেশ সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র দাশ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাজী সেলিম আহমদ, দিরাই থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, দিরাই থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শিবলী আহমদ বেগ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন পাল, মহানগর যুবলীগ সদস্য শেমল সিংগ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব সামান্ত, সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা জুয়েল আহমদ, জয়দিব পাল, মিজানুর রহমান জিতু, গোলজার আহমদ, আতিকুর রহমান আতিক, শিপু দাস,অমর চক্রবর্তী, পিংকু চৌধুরী, সিলেট মহানর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজান পারভেজ, সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক চৌধুরী ময়নুল হক ইলিয়াছি দিনার, সিলেট মহানগর দপ্তর সম্পাদক তানভীর কবির চৌ: সুমন, সিলেট মহানগর ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, বিভাগীয় উপ সম্পাদক সিলেট মহানগর শহীদ মো: আকিব অপু, সিলেট মহনাগর ছাত্রলীগের সদস্য মিঠু মোহন দেব, সাফায়েত কান, সায়েম আহমদ, আবলু, ময়নুল ইসলাম, মৃনাল কান্তি দাস, আফছুর খান, শাহীন আহমদ, সাবেক সভাপতি ৩নং ওয়ার্ড ছাত্রলীগ খোকন হোসেন খোকা, সাবেক সভাপতি ৮নং ওয়ার্ড ছাত্রলীগ বিদ্যুৎ দাস, সাধারণ সম্পাদক ১৩নং ওয়ার্ড ছাত্রলীগ রকি দেব, সুমন, মোদন মোহন কলেজ ছাত্রলীগ মঞ্জু মহলদার, সপেন্দ্র কুমার রায়, রাজেশ সরকার, হিমেল দাস, সত্যজিৎ দাস, ফয়েজুর রহমান, কাওসার কামালী,কাদিও খান,শাবি ছাত্রলী নেতা মোস্তাকীন আহমদ মুস্তাক, কয়েছ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা সেলিম, কায়েছ, জাবেদ, জয়নাল, কাদির, আলী আমদ, মৃন্মর দাস, লিপন সরকার, সনেট রায়, লিংকন, পিল্পব, রুলক, সুদীপ, সাগর, মাসুম, রুবেল, মাইকেল, সোহেল, কবির, সোহাগ, জুবেদ, নিরুন, মিঠুন দে, তুŸার, শুভ, সত্য, সবুজ, তারেক ও জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্কি