উপজেলা ফোরাম এর বার্ষিক সাধারণ সভা ॥ নারীর প্রতি সহিংসতা বন্ধে তৃণমূল স্তরে কাজ করে যাওয়ার অঙ্গীকার

20

নারীর প্রতি সহিংসতা বন্ধে গঠিত উপজেলা ফোরাম এর বার্ষিক সাধারণ সভা গতকাল ২৮ ফেব্র“য়ারী শনিবার ১০ টায় নগরীর বিএনডিএন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির অনুপ্রেরণায় সৃষ্ট এ কমিটির সভাপতি হাসনা হেনা মিনু’ বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন।নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক উদ্যোগ প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ আলী বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সাধারন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এড. মুনিরা বেগম, সদস্য এড. কামরুন্নাহার তনু, নারীর প্রতি সহিংসতা বন্ধে গঠিত উপজেলা ফোরাম সদস্য কাজী মো: ইমাম হোসেন, কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহানারা বেগম, রায়পাশা করাপুর ইউনিয়নের ফোরাম সদস্য রাসেদ হোসেন সাহেদ, চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য হালিমা বেগম প্রমুখ।
বক্তারা বিগত বছরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে গৃহীত উদ্যোগ, সমস্যা-সম্ভাবনা, উল্লেখযোগ্য সফলতা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  পাশাপাশি নারী নির্যাতন বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি