ব্যাংকাররা মানুষের জীবনের উন্নয়নে আমূল পরিবর্তন এনে দেয় —- জহির চৌধুরী সুফিয়ান

31

অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, ব্যাংকাররা হচ্ছেন দেশ গড়ার কারিগর। ব্যাংকাররা মানুষের জীবনের উন্নয়নে আমূল পরিবর্তন এনে দেয়। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকারদের অবদান সবচেয়ে বেশী। ব্যাংকারদের বর্তমান সহিংসতায় ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি গত ১৩ ফেব্র“য়ারী শুক্রবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি সিলেট অঞ্চলের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অগ্রণী ব্যাংক অফিসার সমিতি সিলেট অঞ্চলের সভাপতি ও বন্দরবাজার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইন উদ্দিন নোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের  মহাব্যবস্থাপক মো: ইউসুফ আলী, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় পরিষদের সভাপতি আক্তারুজ্জামান মন্ডল, সহ-সভাপতি নফরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো: হাসান আলী, অগ্রণী ব্যাংক সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ আতাউর রহমান, পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান সুবল চন্দ্র সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ শাখা প্রধান মাহমুদ রেজা, আম্বরখানা শাখা প্রধান মোর্শেদা আক্তার, সুবিদ বাজার শাখা ব্যবস্থাপক মোঃ মাসুক মিয়া, কাজির বাজার শাখা ব্যবস্থাপক অলিউর রহমান, কর্মকর্তা সৈয়দ জামিল হোসেন, আতিকুর রহমান ও সিবিএ সভাপতি বখতিয়ার আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি