সমৃদ্ধশালী জাতি গঠনে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে —— মাওলানা আব্দুল মালিক চৌধুরী

6

ইনসাফ ভিত্তিক শাসন ক্ষুধা-দারিদ্র্য মুক্ত, সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে ছাত্র জমিয়ত কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, আত্মনির্ভরশীল জাতি গঠনে, উলামায়ে কেরামদের এগিয়ে আসতে হবে। তাই আগামী দিনে জাতির দায়িত্ব গ্রহণে ছাত্র জমিয়ত কর্মীদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য সৎ, যোগ্য নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে।
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী আহবায়ক কমিটির মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভা ১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে নগর আহবায়ক দেলওয়ার হুসাইন ইমরানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রেজাউর রহিম উসামা ও সদস্য সচিব মিজানুর রহমান শিপু’র যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল নোমান।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি হাফিজ শাব্বির আহমদ রাজি, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক রেজাউল হক (এলএলবি)। বিজ্ঞপ্তি