নতুন কর্মসূচি নিয়ে ঢাকা দখলের টার্গেট বিএনপির

26

20 g_53750কাজিরবাজার ডেস্ক :
চলমান অবরোধ কর্মসূচি সফল করতে চলতি মাসেই রাজধানী ঢাকা দখলের টার্গেট নিয়ে মাঠে নামছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান এই কথা বলেন।
গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে ২০ দলীয় জোট। আন্দোলনের অংশ হিসেবে মাঝে মাঝে হরতালও দিচ্ছে তারা। কিন্তু এই কর্মসূচি তেমন সাড়া ফেলতে পারেনি। ঢাকায়তো নয়ই।
এ বিষয়ে সেলিনা রহমান বলেন, খুব শিগগির রাজধানী দখল করে আন্দোলনের প্রেক্ষাপট পরিবর্তন করা হবে। এই পরিবর্তনটা হয়তো চলতি মাসেই আপনারা দেখতে পাবেন।’
সেলিমা রহমান বলেন, ‘সারাদেশে ২০ দলীয় জোট অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে পালন করলেও রাজধানীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারলে বিএনপির আন্দোলন সফল হবে না। তাই ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে ২০ দলীয় জোট ইতোমধ্যে একযোগ হয়ে কাজ শুরু করেছে।
কী কী কর্মকৌশল নিয়ে ঢাকায় অবস্থান করতে চাইছে ২০ দলীয় জোট? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে বলা যাচ্ছে না কী কর্মসূচি ঘোষণা করা হবে। কারণ এই বিষয়টি এখনও আলোচনাধীন রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির শেষ কোথায়? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের কাছে বিএনপির কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে। সরকার যদি এই দাবিগুলো মেনে পদত্যাগ করে তাহলেই বিএনপি আন্দোলন স্থগিত করবে। অন্যথায় আন্দোলন তার নিজস্ব গতিতেই চলবে।’
অবরোধ ও হরতালের পরিবর্তে বিএনপি অন্য কোন কর্মসূচি দেয়ার কথা ভাবছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবরোধ চলছে এবং চলবে। তবে অবরোধের পাশাপাশি হরতালের পরিবর্তে অন্য কর্মসূচি নিয়ে জোট নেতাদের মধ্যে আলোচনা চলছে।’
আগামী ২০১৯ সালের আগে কোন নির্বাচন নয়- সরকারের মন্ত্রীদের এই কথার সমালোচনা করে সেলিমা রহমান বলেন, ‘আগামী ২০১৯ সাল তো দূরের কথা ২০১৫ সাল পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।’
আগামী সপ্তাহে কি আবারও অবরোধের পাশাপাশি হরতাল দেয়া হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৬ টায় হরতালের সময় শেষে হবে। তাই হরতাল শেষ হওয়ার আগে এই বিষয়ে কিছু বলা যাবে না।