জাতীয় ক্রিকেট লীগ ॥ রাহাতুলের সেঞ্চুরিতে রাজশাহীর সঙ্গে সিলেটের ড্র

30

রাহাতুল ফেরদৌসের ব্যাটিং দৃঢ়তায় জাতীয় ক্রিকেট লীগের খেলায় রাজশাহী বিভাগের সঙ্গে ড্র করেছে সিলেট বিভাগ। প্রথম ইনিংসে রাজশাহীর ৪৮২ রানের জবাবে ৩২৪ রানে অলআউট হয় সিলেট। তাই ফলোঅনের ফাঁদে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে মাঠে নামতে হয়েছে অলক কাপালির দলকে। তবে দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে রাহাতুলের অসাধারণ ইনিংসের উপর ভর করে সিলেট ৩ উইকেটে ৩৩৫ রান করলে ম্যাচ ড্র হয়। আগের দিন ৪২ রানে অবিচ্ছিন্ন থাকা সিলেটের ওপেনিং জুটি ভেঙেছে ১৪০ রানে। ৬৭ রান করে সায়েম আউট হয়েছেন। স্বল্প সময়ের ব্যবধানে অপর ওপেনার ইমতিয়াজ হোসেনও মাঠ ছেড়েছেন (৭৯)। এরপর ফেরদৌস রাজিনের জুটিই প্রায় দিনের খেলা শেষ করতে সক্ষম হয়েছে। যদিও একেবারে শেষ দিকে রাজিন (৬৭) আউট হয়েছেন। তবে রাহাতুল ফেরদৌস ১০৬ রান করে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ১৫৮ রান করা রাজশাহী মাইশুকুর রহমান ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর ঃ রাজশাহী বিভাগ : প্রথম ইনিংস ৪৮২/১০, ১৪৯.৩ ওভার (মাইশুকুর ১৫৮, জুনায়েদ ১১৮, ফরহাদ হোসেন ৮৭; এনামুল হক ৪/১৩৭, রাহাতুল ফেরদৌস ২/৪৭)। সিলেট বিভাগ : প্রথম ইনিংস ৩২৪/১০, ১০৯.২ ওভার (অলক কাপালি ৮২, রোমান আহমেদ ৭৮, আহমেদ সিদ্দিকুর ৫৬; সানজামুল ইসলাম ৫/৮৪, সাকলাইন সজিব ২/১১৪, ফরহাদ হোসেন ২/৪৫)। সিলেট বিভাগ : দ্বিতীয় ইনিংস ৩৩৫/৩, ৯৩ ওভার (রাহাতুল ফেরদৌস ১০৬, ইমতিয়াজ ৭৯, সায়েম ৬৭, রাজিন ৬৭; সাকলাইন ২/৮১)। বিজ্ঞপ্তি