জেলা ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও পরীক্ষা কেন্দ্রে অবস্থান

44

দ্বিতীয় দিনে এসএসসি পরীক্ষার কেন্দ্র পাহারা ও ২০ দলীয় জোটের হরতালের প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগ গতকাল শনিবার নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ করেছে। এসএসসি পরীক্ষা শেষ হবার পর জিন্দাবার থেকে মিছিলটি বের হয়ে বন্দরবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, ১৫ লক্ষ এস এসসি পরীক্ষার্থীদের জীবন বিপন্ন করে জামাত-বিএনপি দেশে হরতাল ডেকে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যৎ ধবংস করার পাঁয়তারা করছে। দেশ ব্যাপী পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা না করে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহবান জানান তিনি। ১৫ লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে থাকিয়ে হরতাল প্রত্যাহারের জোর আহবান জানান। অন্যথায় দেশের মানুষে তাদেরকে কোন দিন ক্ষমা করবে না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসেন আহমদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব দাস, মোরসালিন আহমদ তালুকদার, জাহেদ কবির চৌধুরী, জামাল আহমদ খান, জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আরিফুজ্জামান রিফাত, খালেদুর রহমান, কামরান হোসেন খান, খুকন হোসেন খান, জাওয়াদ ইবনে জাহিদ খান, নাজমূল ইসলাম, সায়েদ আহমদ, টিপু রঞ্জন দাস, সাক্কুর আহমদ জনি, জাবেদ আহমদ চৌধুরী, সুলেমান হোসেন, সালা উদ্দিন আহমদ, রাসেল আহমদ, মিজানুর রহমান মিজান, আকিব জাবেদ, এ কে ওমর, সুপান আফরিদি, শিপলু মিয়া, মুসতাক আহমদ, আশফাক আহমদ মাসুদ, সৌরভ তালুকদার, মিলালদ আহমদ, জুয়েল খান, বাবেল আহমদ, আনহার আহমদ, শিহাব তালুকদার, সাগর দাস, ফাহাদ আহমদ, সজিবুল ইসলাম জয় প্রমুখ। বিজ্ঞপ্তি