রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তির ফল প্রকাশ

45

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের স্থায়ী সেবামূলক প্রকল্পের অধীন ১৯তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকা অনুযায়ী এ গ্রেডে ৫ জন, বি গ্রেডে ৫ জন এবং সি গ্রেডে ১০ জন বৃত্তি পাবেন। উত্তীর্ণতা হলেন এ গ্রেডেÑ আনজুম আমীন প্রীতিÑ সিরাজ উদ্দিন একাডেমী, কৌশিক রনজন দাসÑ ব্লু-বার্ড হাইস্কুল, আজিজুন নাহার, রাফিন মনিÑ মোহাম্মদ মকন হাইস্কুল, সাদিয়া আক্তারÑ সরকারী অগ্রগামী গার্লস হাইস্কুল এবং সুনিয়া আহমেদÑ সিরাজ উদ্দিন একাডেমী, বি গ্রেডেÑ ফাতিমা আক্তার ইমিÑ সিলাম পিএল হাইস্কুল, আসিকুর রহমান দীপুÑ পিডিবি হাইস্কুল, আব্দুল মতিন মিজানÑ হাজী রাশিদ আলী হাইস্কুল, মো. আফজাল হোসেনÑ এইডেড হাইস্কুল এবং আয়শা সিদ্দিকা সামিয়াÑ কিশোরী মোহন গার্লস হাইস্কুল, সি গ্রেডেÑ হোসেইন মোঃ আজহারÑ মোঃ মকন হাইস্কুল, জেরিন জাহানÑ ইসরাব আলী হাইস্কুল, ইমাদ আলী- জালালাবাদ হাইস্কুল, রাজন মিয়াÑ লালাবাজার হাইস্কুল, মোঃ শিমুল আহমেদ- নবারুন হাইস্কুল, আরিফ উদ্দিনÑ সাহেব বাজার হাইস্কুল, সাকিব আহমদÑ কায়স্থরাইল হাইস্কুল, নূর মোহাম্মদ জাকারিয়াÑ প্রগতি হাইস্কুল, সুমাইয়া ইয়াসমীন বাবলীÑ মোঃ আব্দুল আহাদ হাইস্কুল এবং আয়শা সুলতানা বুশরাÑ বলদী আইডিয়েল হাইস্কুল। সেন্ট্রাল রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট কামাল উদ্দিন মারা যাওয়ার পর ক্লাবের স্থায়ী প্রজেক্ট হিসেবে নিয়মিতভাবে মেধাবৃত্তি পরিচালনা করা হচ্ছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে বৃত্তি বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি