লেখার অন্তরায়

24

জালাল আহমেদ জয়

লেখালেখি জাগে আমার
পরাণও জুড়িয়া ;
লেখার ভাবনা
আসে যেনো,
স্বর্গের মায়া থাকিয়া।
হৃদয় আমার আকুলতায়
নিজে নিজে গান গায়,
যখন একাকারে
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই
প্রতিটা মুহূর্ত আমার লেখায় ভেসে থাকতে চায় ;
ব্যস্ততার মাঝে লেখায়
হলো বড় দায়।
শত শত কাজ আমার কাছে ভাল লাগে না,
মন আমার লেখা ছাড়া আর কিছু বুঝে না
দুনিয়ার এই বেড়াজালে থাকতে
মন মানে না ;
একলা বসে লেখতে গেলেই
সময় থাকে না
সব কিছু ছেড়ে মন
উদাস হতে চায়,
লেখার মাঝে যেনো
আমার প্রাণের মানে খুঁজে পাই।
মেঘ বাদলা ,বিষ্টি – ঝরা
লাগে যে মিষ্টি,
লেখার মাঝে যেনো
করিতে চাই আমি
মায়ার দুনিয়ার সৃষ্টি।
লেখালেখি জাগে আমার
পরাণও জুড়িয়া ;
লেখার ভাবনা
আসে যেনো,
স্বর্গের মায়া থাকিয়া।
হৃদয় আমার আকুলতায়
নিজে নিজে গান গায়,
যখন একাকারে
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই।