জগন্নাথপুর যাত্রীবাহী মিনিবাস উল্টে মহিলা ও শিশুসহ আহত ৩০

35

মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে মহিলা ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের হিজলা নামক স্থানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী মিনিবাস প্রায় ৪০ জন যাত্রী নিয়ে জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। মিনিবাসটি জগন্নাথপুর উপজেলার হিজলা নামক স্থানে এসে পৌছলে সড়কের বাইপাসের রাস্তা থেকে একটি ট্রলি দ্রুতগামী বাসের সামনে চলে আসে। তখন বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা একটি বড় গাছের সাথে ধাক্কা দিলে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের পথচারীরা এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ সময় পুলিশ ও উপস্থিত জনতা মিলে দুর্ঘটনায় কবলিত বাসটির সামনের গ্লাস ভেঙে একে একে সকল যাত্রীকে উদ্ধার করে গুরুতর আহতদের বিভিন্ন গাড়ি যোগে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ মুহাম্মদ মোবারক হোসেন জনি জানান, দুর্ঘটনায় কবলিত বাস যাত্রীদের মধ্যে আহত লক্ষ্মী এস, শক্তি এস, ভক্তি এস, প্রিয়াংকা দেব, লিমা দেব, কল্পনা এস, বাবলু দেব, রাজিব এস, যাদব তালুকদার ও মুক্তা এসকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা জগন্নাথপুর থানার এস আই অনির্বাণ বিশ্বাস জানান, এ দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসে থাকা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া  হয়। সেই সাথে দুর্ঘটনায় কবলিত বাসটি জব্দ করা হয়েছে।