হবিগঞ্জে ট্রাকে আগুন, গাড়ি ভাংচুর, আটক ৭

22

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে ৫টি গাড়ি ভাংচুর ও ট্রাকে অগ্নিসংযোগ করছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান ও যুবদল নেতা ফারুক আহমেদসহ ৭ জনকে আটক করেছে। গতকাল রবিবার দুপুরে হরতাল চলাকালে শহরের পোদ্দারবাড়ি এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় একটি ট্রাকে আগুন দেয় পিকেটাররা। তারা একটি বাস ও ট্রাকসহ ৩টি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া দুপুরে কোর্ট ষ্টেশন এলাকায় আরও ২টি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ শহরে অভিযান শুরু করে। এদিকে দুপুরে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং শেষে বিএনপি নেতারা শহরের কালিবাড়ি ক্রস রোডে প্রেসবিজ্ঞপ্তি তৈরী করতে আসেন। এ সময় একটি কম্পিউটার প্রতিষ্ঠান থেকে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, এডভোকেট আফজাল হোসেন, কামাল সিকদারসহ ৭ জনকে পুলিশ আটক করে। অপরদিকে, শনিবার মধ্যরাতে চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডে বিস্কুট বোঝাই একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে।