কাস্টমস দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

41

pic- customs‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা : অংশীদারি সম্পর্কের একটি আন্তরিক আহ্বান’ -প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে গ্যাস অডিটোরিয়ামে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র কমিশনার ড. একেএম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) জাহান আরা সিদ্দিকী, সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান ও কর অঞ্চল সিলেট’র কমিশনার মো. মাহমুদুর রহমান। বিজ্ঞপ্তি