যে কোন ঘটনার রহস্য পুলিশ দ্রুত উদঘাটন করতে পারছে – এমপি মিসবাহ

5

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এবং “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল মজিদ (বীরমুক্তিযোদ্ধা) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমানবিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের এমপি এড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, পুলিশই জনতা, আর জনতাই পুলিশ। মানুষের চরম বিপদের সময় পুলিশই সবার আগে উপস্থিত হয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজে অনাচার, ব্যবিচার দুর করা সম্ভব। স্থানীয়দের দ্বারা কমিউনিটি পুলিশিং গঠন করা হওয়ার কারণেই যে কোন ঘটনার রহস্য পুলিশ দ্রুত উদঘাটন করতে পারছে।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।