কানাইঘাটে অটোরিক্সা শ্রমিকদের মধ্যে উত্তেজনা

41

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত কানাইঘাট উত্তর বাজার শাখার কমিটি নিয়ে অটোরিক্সা চালকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ২২ জানুয়ারী সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-৭০৭ এর সভাপতি জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক আজাদুর রহমান ফিরোজ মিয়াকে সভাপতি ও কাওছার আহমদকে সম্পাদক এবং রুহুল আমিনকে সহ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন এমন সংবাদ সিলেটের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হলে অটোরিক্সা চালকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নবগঠিত কমিটির সভাপতি দাবীদার ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েকজন কে সাথে নিয়ে উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে গিয়ে কার্যক্রম শুরু করতে চাইলে সর্বস্তরের অটোরিক্সা চালকরা তাতে বাধা প্রদান করেন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষকে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী থানায় ডেকে এনে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে পরবর্তীতে সর্বস্তরের অটোরিক্সা চালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সু-পরামর্শে নতুন কমিটি গঠন করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়। উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা জানিয়েছেন গত ১৯ জানুয়ারী উত্তর বাজার ৭০৭ শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে তারা জেলা কমিটির সভাপতি জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক আজাদুর রহমানের সাথে সাক্ষাত করেন। জেলা নেতৃবৃন্দ পূর্বের সকল কার্যক্রম স্থগিত করে ১ সপ্তাহের জন্য সুমন আহমদ ও আলা উদ্দিন আল আজাদকে স্ট্যান্ডের কার্যক্রমের দায়িত্ব প্রদান করেন। কিন্তু এ অবস্থায় জেলা নেতৃবৃন্দের বরাত দিয়ে নতুন কমিটি গঠনের সংবাদে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। নতুন কমিটির ১১জন সদস্যদের মধ্যে ৫ জন সদস্য কমিটিতে তাদের নাম দেখে বিষ্মিত হয়েছেন। এ ব্যাপারে তার কিছুই জানেন না বলে জানান। স্ট্যান্ডের অটোরিক্সা চালক সালাম আহমদ, শরিফ উদ্দিন, আব্দুল আহাদ, ময়না মিয়া, আবু বক্কর, ফয়সল আহমদ জানিয়েছেন বর্তমানে স্ট্যান্ডে প্রায় ২৫০ অটোরিক্সা রয়েছে। এসব অটোরিক্সার চালক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে সবাইকে নিয়ে বসে কমিটি গঠনের পক্ষে। কিন্তু যারা পূর্বের স্ট্যান্ডের টাকা আত্মসাত সহ বিভিন্ন অভিযোগ রয়েছে, শ্রমিকদের কাছ থেকে গণ বিচ্ছিন্ন, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে বলে তাদের অভিযোগ। এ ব্যাপারে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কমিটি গঠনের বিষয়টি তিনি জানেন না। শীঘ্রই সবাইকে নিয়ে সভা করার মাধ্যমে কমিটি পুনঃগঠন করা হবে বলে জানান। নতুন কমিটির সভাপতি ফিরোজ মিয়ার সাথে যোগাযোগ হলে তিনি বলেন, কমিটি নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষিতে সর্বস্তরের অটোরিক্সা চালকদের নিয়ে ওসি আমাদের সাথে কথা বলেছেন, সমস্যা আর হবে না।
: