দক্ষিণ সুরমায় অটোরিক্সা চালক নিহত, দগ্ধ ট্রাক হেলপার

21

স্টাফ রিপোর্টার :
দুর্বত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহজাহান মিয়া(৩০) নামের এক সিএনজি অটোরিক্সা চালক ঘটনাস্থলে প্রাণ হারান।
দুর্বত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন নিরঞ্জন দাশকে (২২) নামের ট্রাকের হেলপার।
গতকাল বৃহস্পতিবার (২২জানুয়ারী) রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার উপজেলার বনিকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া দক্ষিণসুরমার উপজেলার তেঁতলী ইউনিয়নের আহমেদপুর কোনাপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান-সিলেটগামী একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৬-৪২৩৯) ঘটনাস্থলে আসামাত্র দুর্বত্তরা ট্রাকে পেট্ট্রোল বোমা ছোঁড়ে মারে। এতে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি চালিত অটোরিক্সাকে (সিলেট-থ-১১-৪৮৩৪) সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিক্সা চালক শাহজাহান। আর গুরুতর আহত ট্রাকের হেলপার নিরঞ্জনকে ওসমানী মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রজব আলী ও হেলাল নামে দুই জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনাস্থল থেকে এর সত্যতা নিশ্চিত করেছেন।