দারিদ্র্য বিমোচনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে – সুহেল মাহমুদ

40

বিশ্বনাথ থেকে সংবাদদাতা:
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুহেল মাহমুদ বলেছেন, সমাজের হতদরিদ্রদের সহযোগিতায় প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। শুধু প্রবাসীদের দিকে থাকালে চলবে না, বিশ্বনাথের দারিদ্র্য বিমোচনে প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র জনগোষ্ঠির ভাগ্যের পরিবর্তন আনা সম্ভব। গতকাল শুক্রবার বিকেলে মদরছি আলী নুরুননেছা ফাউন্ডেশনের উদ্যোগে শীতের চাদর বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোগশাইল শাহপিন উচ্চ বিদ্যালয়ের ফ্লাড সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো: সালেকুর রহমান।
উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের উপদেষ্টা স্বপন দাশ, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক তজম্মুল আলী রাজু, সংগঠক জাহির আলী, আরান আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য প্রবাসী মো: সুমন মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সদস্য মো: ফারহান আহমেদ ও শেরওয়ান মিয়া।