সালুটিকরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ২৭ রাউন্ড গুলি

23

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য সহ অন্তত ২০জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি করে এবং এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিত্রিমহল উত্তর পাড়ার মৃত মহব্বত উল্লাহর পুত্র মকবুল মিয়া ও আকরাম মিয়ার মধ্যে প্রায় বছর খানেক যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতান্ডার সৃষ্টি হয়। বাকবিতান্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জরিয়ে পরে। সংঘর্ষের খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এএস আই তাপশ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। এবং পরিস্থিতি বেগতিক দেখে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় সংঘর্ষে পুলিশের এ এস আই তাপশ সরকার সহ অন্তত ২০ জন আহত হন। ঘটনায় জরিত সন্দেহে মিত্রিমহল গ্রামের আতাই মিয়র পুত্র হেলাল (২২) কে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রুহুল আমিন বলেন, সালুটিকর এলাকার মিত্রিমহল গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।