সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আইজিপি শহীদুল হক ॥ জনগণকে সাথে নিয়ে হরতাল-অবরোধ প্রতিহত করা হবে

30

pic---09--01--15--01স্টাফ রিপোর্টার :
আইজিপি একে এম শহীদুল হক ( বিপিএম) বলেছেন, অবরোধ হরতাল পালন কোনো সাংবিধানিক অধিকার নয়। এটা সম্পূর্ণ সন্ত্রাসী কার্যকলাপ। পুলিশ ও জনগণ এক থাকলে তা দমন করা সম্ভব। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তিনি নগরীর নাইওরপুলস্থ মহানগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশকে আরো আধুনিকায়ন করা হবে। তবে পুলিশকে আমরা সন্ত্রাসী বাহিনী করতে চাই না। পুলিশ জনগণকে নিয়ে কাজ করে যাবে।’ তিনি কমিউনিটি পুলিশ সম্পর্কে বলেন, ‘কমিউনিটি পুলিশে বিভিন্ন এলাকার ভালো মানুষেরা সম্পৃক্ত থাকেন। তাই কমিউনিটি পুলিশকে সহযোগিতা করলে পুলিশের কাজে আরো গতি পাবে। ‘
নতুন যোগদান উপলক্ষে সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন আইজিপি।  গতকাল শুক্রবার সকালে সিলেট এসে পৌঁছান তিনি। জুম্মার নামাজ আদায় করেন হযরত শাহজালাল (রহ.) এর মাজারে। তিনি শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে চলে যান হযরত শাহপরাণ (রহ.)’র মাজারে।