একমাত্র বিজয়

10

হামীম রায়হান

তিতুমীর থেকে সূর্যসেন,
তারপর এলো মুজিব,
আলোর বাতিঘর পেলো
পৃথিবীর বড় ব-দ্বীপ।
ব্রিটিশ গেলো শোষণ করে,
এলো পাকিস্তান,
সব অধিকার নিলো কেড়ে,
কাড়ে আরো প্রাণ।
সব শোষণের ভাঙতে শেকল
মুজিব খোঁজেন রেখা,
অন্ধকারে আলোর মতন
যাচ্ছে কিছু দেখা।
রেসকোর্সের ময়দানে
লক্ষ মানুষ আসে,
মুজিব নামে স্লোগান মুখে,
তাঁকেই ভালোবাসে।
মুজিব বলেন, ‘জাগো মানুষ
আনতে স্বাধীনতা,
রক্ত দিয়ে আনবো তারে,
ভাঙো নিরবতা।’
সূর্যসেনের স্বপ্ন যেন
সত্যি বুঝি হয়,
বিপ্লবীদের চিহ্ন সেতো
একমাত্র বিজয়।