সরকারের ভিশন বাস্তবায়নে বেতার কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে ———————- ড. মির শাহ আলম

32

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম এর বদলী উপলক্ষে সিলেট বেতার কেন্দ্র আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ৮ জানুয়ারী বিকেলে মিরের ময়দান বেতার ভবনে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার এর পরিচালক (শিক্ষা) ড. মির শাহ আলম। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে বেতার কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। বেতার এমন একটি গণমাধ্যম যার মাধ্যমে দেশের মানুষ সব সময়ই উপকৃত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে বেতার এর অবদান ছিল অবিস্মরণীয়। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধিতে বেতারের ভূমিকা সর্বাগ্রে। তাই এই গণমাধ্যমের রক্ষণাবেক্ষণ এবং তাকে আরো জনপ্রিয় করে তুলতে বেতারের সকল স্তরের কর্মকর্তাদেরকে মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রের উপ আঞ্চলিক প্রকৌশলী আ ফ ম বালিগুর রহমান, উপ আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল হক, সহকারী বার্তা নিয়ন্ত্রক সঞ্চয় সরকার, সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, পবিত্র কুমার দাস, প্রদীপ চন্দ্র দাস, সহকারী আঞ্চলিক প্রকৌশলী জিসান ইসলাম।
অধিবেশন তত্ত্বাবধায়ক এম এ হোসেন পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহিম চৌধুরী, শামসুল আলম শিকদার, আব্দুল মজিদ লস্কর, এম রহমান ফারুক, তর্ক কুমার ত্রিপুরা, শাহানা খাতুন, ওলিউর রহমান, রিয়াজুল ইসলাম, মস্তফা আহমদ। উপস্থিত ছিলেন উবায়েদ আহমদ, মুন্না খান, রেখা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি