কয়েক যুগ থেকে উন্নয়ন বঞ্চিত জৈন্তাপুরের ডুলটিরপার গ্রাম

48

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার ডুলটির পার খালের উপর কোন ব্রীজ না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পারা-পার হচ্ছে গ্রামবাসী। কয়েক যুগ থেকে উন্নয়ন বঞ্চিত ডুলটির পার গ্রামের মানুষ। স্থানীয় এলাকার লোকজন জানান, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চাঙ্গীল থেকে শেওলারটুক গ্রাম পর্যন্ত রাস্তায় কোন ব্রীজ নির্মাণ হয়নি। দীর্ঘ ৪০ বছরেও এ এলাকায় ব্রীজ নির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি। জৈন্তাপুর চাঙ্গীল নামক স্থান হতে শেওলার টুক পর্যন্ত মেঠো কাঁচা রাস্তা দিয়ে  ১০/১২ এলাকার লোকজন যাতায়াত করে থাকে।
ইতোপূর্বে সংলগ্ন খালের উপর কয়েকটি ব্রীজ ছিল তার মধ্যে ২টি ব্রীজ দুমড়ে মুছড়ে ডেবে গেছে। বাকী ৬টি খালের উপর কোন ব্রীজ নির্মাণ হয়নি। এই রাস্তায় ব্রীজ না থাকায় ১০/১২ গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষের যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে জনসাধারণের চলাচল করতে বিঘœ ঘটছে। ইউনিয়নের ডুলটির পার শেওলার টুক, বাওন হাওর, ছাতলারপার, খারুবিল, কয়না খাই, বিড়া খাই, নলজুরী, ৪নং বাংলাবাজার, রাংপানি, লক্ষ্মীপুর, আমবাড়ী,সহ আশ পাশের কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে বিশেষ করে এলাকার স্কুল/কলেজের পড়–য়া ছাত্র/ছাত্রী কোমলমতি শিক্ষার্থীরা এর কুফল ভোগ করছে। ডুলটির পার খালের উপর একটি  জরাজীর্ণ বাঁেশ সাঁকো রয়েছে। বাঁশের সাঁকো দিয়ে প্রতি দিন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ফলে অনেক সময় জন সাধারণকে ত্বরিত কাজ ও গুরুতর আহত রোগী স্থানান্তরে হিমশিম খেতে হয় এবং দুর্ঘটনার স্বীকার হতে হয়। শুকনো মৌসুমেও যাতায়াত করতে জন সাধারণকে একই সমস্যা পোহাতে হয়। এই অঞ্চলের জন সাধারণ দীর্ঘ দিন যাবৎ অর্থাৎ কয়েক যুগ ধরে ব্রীজ নির্মাণের আপত্তি জানালে সিলেট-৪ এর সংসদ সদস্য ইমরান আহমেদ ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়ে ছিলেন একাধিকবার, আশ্বাস শুধু আশা রয়ে গেল এখন পর্যন্ত কোন বাস্তবায়ন হয়নি। এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ আতর আলী জানান দীর্ঘ ৪০ বছর হয়ে গেল এলাকার কোন উন্নয়ন আমি দেখিনি। আমর ৮০ বছর বয়সে স্থায়ীন সংসদ সদস্য  ইমরান আহমেদ এমপির কাছে অনেক বার আবেদন করা হয়েছে ব্রীজ নির্মাণের জন্য কিন্তু বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে ২নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমঙ্গীর হোসেনের সাথে আলাপ কালে তিনি জানান দীর্ঘ ৪০ বছরে ২নং জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপার এলাকায় কোন উন্নয়ন হয়নি সত্য। তিনি জানান ডুলটিরপার এলাকা ও আশ-পাশের এলাকার মানুষের যাতায়াতের কথা চিন্তা করলে ডুলটিরপার খালের উপর একটি ব্রীজ নির্মাণ করা অতি জরুরী। এই ব্রীজ নির্মাণ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্রীজ নির্মানের আশ্বাস করেন এলাকার লোকজনকে। তিনি বলেন এখানকার প্রায় অর্ধ লক্ষ মানুষের জীবন ও এলাকার সার্বিক উন্নয়নে জন্য ডুলটিরপার খালের উপর ব্রীজ নির্মাণ করা এ এলাকার লোকজনের সময়ের দাবী।