জগন্নাথপুরে খেলার মাঠ ও কবরস্থান দখল নিয়ে এলাকায় উত্তেজনা

31

মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৫ একর ৬৬ শতক গ্রামের খেলার মাঠ পঞ্চায়েতি কবরস্থান, বিদ্যালয়ের আঙিনা, গবাদিপশু, নৌকা ও জনসাধারণ চলাচলের রাস্তা রকম গ্রামের বিভিন্ন মালিকের পঞ্চায়েতি ও ভিপি জায়গা জবর দখল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে।
জানা গেছে, জগন্নাথপুর গ্রামের তিলোনা মাঠের পাশে রয়েছে হাজী জফর উল্লার ছেলে হাজী সুন্দর আলীর বাড়ি। মাঠের পাশে বাড়ি হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে উক্ত তিলোনার মাঠটি জবর দখল করার চেষ্টা করে আসছে সুন্দর আলী। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ব্যাপারে গত ৩১ ডিসেম্বর স্থানীয় পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর কাউন্সিলর শফিকুল হক শফিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি আলকাব আলী, আব্দুল জলিল, আফু মিয়া, নজব আলী, সোনা মিয়া, আব্দুল মোতালিব, আব্দুর রহিম, জুবায়ের আহমদ, আতাউর রহমান, লিটন মিয়া, আব্বাছ আলী, আব্দুল বারিকসহ গ্রামের ৬২ জন স্বাক্ষরিত জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে পৃথক ৩টি অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগগুলোর আলোকে জরুরী ভিত্তিতে আইনানুগ বিবেচনার জন্য সুপারিশ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। তাতেও কাজ হয়নি। অবশেষে গতকাল শুক্রবার হাজী সুন্দর আলীর লোকজন বিশাল আকারের সীমানা দেয়াল নির্মাণ করে উক্ত জায়গা জবর দখল করে নিয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুল জলিলসহ গ্রামের লোকজন ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার একটি কু-চক্রী মহলের সহযোগিতায় ও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের গ্রামের পঞ্চায়েতি এতো বড় মাঠটি সীমানা দেয়াল নির্মাণ করে জবর দখল করেছে এলাকার চিহ্নিত ভূমিখেকো হাজী সুন্দর আলীর লোকজন। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, বিষয়টি তদন্তাধীন আছে। এসিল্যান্ডকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।