মধুমাস

9

ওবায়দুল মুন্সী :

বোশেখ শেষে ফিরে আসে মধুমাস
বধুর মনে জেগে ওঠে কত আশ
এমাস গেলে যাবে বাপের বাড়ি
মায়ের হাতে পিঠা-পায়েস
জামাই খাবে বড় খায়েশ
বঁধুয়া তাই করছে আয়েস
বসবে চুলায় বড় মাপের হাঁড়ি।

আম-কাঠালি নিয়ে সাথে আসিবে
বরের বাড়ি সবাই ভালো বাসিবে
সেই খুশিতে যাচ্ছে চড়ে পানসিতে,
ভাটির দেশের কন্যা সে-যে
উজান আসে বধু সেজে
উজান-ভাটির খেলা এযে
মাঝেমাঝে বরকে নিয়ে যান শীতে!