শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিবাদ ॥ শ্রমিক সম্মেলনে পুলিশের হানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

39

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেটের নেতারা বলেছেন, অনুমতি নিয়ে প্রকাশ্যে করা শ্রমিক সম্মেলনগুলোতে একের পর এক পুলিশের হানা এবং নিরীহ শ্রমিকদের ধরে নিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় আদালতে প্রেরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার তাদের পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে শ্রমিকদের হয়রানি করে নিজের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছে। হয়রানি মামলা আর জুলুম নির্যাতনের ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। শ্রমিকদের গায়ে হাত দেয়া আগুন নিয়ে খেলার শামিল। শ্রমিকরা যদি মিল কারখানা ছেড়ে রাজপথে নেমে যায় তবে এর পরিণতি হবে ভয়াবহ।
তারা গতকাল শুক্রবার জেলা বার হল মিলনায়তনে সিলেট মহানগর হাসপাতাল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে পুলিশের হানা এবং নিরীহ শ্রমিকদের গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী ভারপ্রাপ্ত সভাপতি ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, জেলা দক্ষিণ সভাপতি ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা উত্তর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তি