রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও শরণার্থীদের ফিরিয়ে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয় —————— মাহমুদ উস সামাদ এমপি

36

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা, নির্যাতন বন্ধ ও শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে জোরালো বক্তব্য রেখেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বহি:র্বিশে^র কাছে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি সরকারের পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদেরকে শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। সরকারের ভাবমূর্তি ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলায় ৪০ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে লালাবাজার জিসি-খালেরমুখ আরএইচডি ভায়া কলাবাগান বাজার সড়ক রক্ষণাবেক্ষণ কাজ শেষে উদ্বোধন ও লালাবাজার ইউনিয়নের হযরত আব্দুল কাদির জিলানী রহ. ইসলামী ইন্সটিটিউটের সামনে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বালু খালের উপর কালভার্ট নির্মাণ উদ্বোধন এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রকিব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, হোসেন আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এড. মুহিত হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, জালালপুর ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ইউপি সদস্য সৈয়দ ফয়জুল হোসেন ফয়লা মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আব্দুল কাইয়ুম, আছাব আহমদ, আব্দুস সালাম, সেলিম আহমদ মেম্বার, রওশন আলী মেম্বার, হাজী রুশন আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সালেহ আহমদ, সিরাজ মিয়া, লিটন আহমদ তালুকদার, সুবেলুর রহমান চৌধুরী, লায়েক আহমদ জিকু, জয়ন্ত গোস্বামী, নাজিম খান, আব্দুল ওয়াহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি