“নতুন বইয়ে শিক্ষার্থীদের মুখে হাসি”

239

RejaRUBEL=PIC-01-01-15-00স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে একযোগে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ১২৪টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগের প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। শিশুরা নতুন বছরের প্রথম দিনে হাতে নতুন বই পেয়ে শিশুদের মুখে হাসি ফুটেছে। বিদ্যালয় প্রাঙ্গণেই নতুন বইয়ের আনন্দে মেতেছে শিশুরা।
গতকাল সকাল ১০টায় সিলেট নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেন, বিগত ৫ বছর থেকে সরকার বছরের প্রথমদিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। সরকার চায় সবার জন্য শিক্ষা।
এদিকে সিলেট নগরী ও শহরতলী সহ সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার বিদ্যালয়গুলোতে একই সময় বই বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় : ২০১৫ সালের বই বিতরণ উৎসব উপলক্ষে গতকাল ১ জানুয়ারী দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল ইসলাম আরিজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সিলেট সিটি কাউন্সিলর আছমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী তমজিদ আলী, ২৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দীন ইরান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মইনুল আহমদ, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, সিলেট মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়েজ উদ্দীন পলাশ, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা জুবের আহমদ, রুনু মিয়া, আবদুল আজিজ, আবদুল বাছিত, দেলোয়ার আহমদ, নাজিম মিয়া, আমিন, রওশন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফনী ভূষন বিশ্বাস।
কানাইঘাট থেকে সংবাদদাতা জানিয়েছেন : বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের অংশ হিসেবে কানাইঘাট উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীর মধ্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই শত শত শিক্ষার্থীরা নতুন বই পেয়ে স্কুল আঙ্গিনায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্য বই তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমীনের উপস্থাপনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহা, আ’লীগ নেতা রফিক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুন নুর, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হাজী হোসেন আহমদ, মাষ্টার মোরাকীব হোসেন, স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যবই তুলে দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : জগন্নাথপুরে নতুন বই বিতরণ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বাধ ভাঙা আনন্দে মেতে উঠেন। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এ চিত্র ছিল। নতুন বই পাওয়ার আনন্দ অভিভাবকদের মধ্যেও দেখা যায়। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার বাউধরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দুধু মিয়া, সহ-সভাপতি মুহিবুর রহমান, সদস্য জফর উল্লাহ, সফর উল্লাহ, হিরণ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, সহকারি শিক্ষক জলি বেগম, শেফালী বেগম, রুমি বেগমসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল : আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে  প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এড. ছালেহ আহমদ। এড. শহীদুল্লাহ তালুকদার এর সভাপতিত্বে ও তিলোত্তমা চৌধুরী কলি এর পরিচলনায় এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এড. মো. মঈন উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মো. ফয়ছল আহমদ, মো. তালেব হোসেন, সামসুল ইসলাম, মো. মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, অর্পূব সরকার, নীলীমা, তামান্না, সুমা, এলিন, ইমা, পম্পা, সাবিনা, ইয়াসমিন রহমান, সালেহা, মিজানুর রহমান প্রমুখ।
মঈনুন্নেছা প্রাথমিক বিদ্যালয় : সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিকন্দর আলী বলেছেন, প্রাথমিক শিক্ষায় শিশুদের সর্বোচ্চ হাতে খড়ি দিতে পারলে ঐ শিশু কখনো ঝড়ে পড়বে না। তারা সঠিক শিক্ষায় গড়ে উঠলে উচ্চ শিক্ষায় তারা আরো উন্নতি করতে পারবে।
তিনি গতকাল ওয়ার্ডের শেখঘাট মঈনুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শেখঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পৃথকভাবে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি পড়ালেখায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। বই বিতরণ কালে মঈনুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা ইসলাম, সহকারী শিক্ষিকা জাহানারা বেগম, সুলতানা আক্তার চৌধুরী, বন্যা ব্যানার্জী, শর্মিষ্টা কর শর্মী, মন্দা রায়, আফিয়া খাতুন, শেখঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহামায়া দত্ত সহ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা জানিয়েছেন : গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। এই ব্রতকে সামনে রেখে বর্তমান সরকার নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে বছরের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন করছে সরকার। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুচ্ছগ্রামে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (২০১৫) শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন’র সভাপতিত্বে এবং শাহ আলম ও মনির আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, ইউপি সদস্য নাছিমা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, মা-মনি ডিজিটাল এইচডি ক্যবল নেটওয়ার্ক এর চেয়ারম্যান শামীম পারভেজ, প্রজন্ম জাফলং এর সভাপতি রিপন আহমেদ, বিশিষ্ট মুরব্বী নাছির উদ্দিন, ওয়াহিদ মিয়া। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাছির উদ্দিন, আব্দুল মান্নান, জালাল উদ্দিন, শাহাব উদ্দিন, জীবন আহমেদ, জেসমিন আক্তার, নূরজাহান আক্তার, আনোয়ারা আক্তার আনু, সুমাইয়া সুমি প্রমুখ। এর আগে ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম ডাঃ ইদ্রিছ আলী উচ্চ বিদ্যালয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউরবাগ প্রাথমিক বিদ্যালয় এবং জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানিয়েছেন : বিশ্বনাথে ‘হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ দারুল উলুম ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ও বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে বই উৎসব। আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।
বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারে সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কবির উদ্দিনের পরিচালনায়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন নেছার সভাপতিত্বে ও শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্সের পরিচালনায়, বিশ্বনাথ দারুল উলুম ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নোমান আহমদের সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ লুৎফুর রহমানের পরিচালনায় এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, সহকারি শিক্ষা কর্মকর্তা পঞ্চানন সাহা। বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খায়রুল আলম, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মঈন উদ্দিন। বিজ্ঞপ্তি
কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় : সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম নূরুল হক বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বছরের ১ম দিনে বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বই নিয়ে ঘরে বসে থাকলে চলবে না, মনযোগ সহকারে আজ থেকে পড়া শুরু করতে হবে। মনযোগ সহকারে লেখাপড়া করলে সফলতা অর্জন করা সম্ভব। তোমরা একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মঙ্গলে কাজ করবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা জ্যোসনা বেগম ও সিদ্দিকা খাতুন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সাবেক কাউন্সিলর এম.এ মতিন, যুক্তরাজ্য প্রবাসী সালেক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ সাজওয়ান আহমদ, টেনু মিয়া, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিক উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য ফেরদৌসী বেগম প্রমুখ।
কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় : সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া একটি যুগান্তকারী ঘটনা। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপ নিয়েছে। এর আগে কোনো সরকারই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে পারেনি।
তিনি গতকাল বৃহস্পতিবার বছরের প্রথম দিনে নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে পড়ালেখায় বেশি উৎসাহিত হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হতে পরামর্শ দিয়ে তিনি বলেন- শিক্ষা ছাড়া উন্নয়নের কোনো উপায় নেই। আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য আজকের শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী আমাদের সিলেটের কৃতি সন্তান নুরুল ইসলাম নাহিদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির সহ তাদের দোশর বিএনপি হরতালের নামে স্কুল শিক্ষিকা হত্যা সহ দেশে নৈরাজ্য সৃষ্টির তৎপরতা চালাচ্ছে। এদের থেকে সতর্ক হওয়ার জন্য শিক্ষার্থী অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহার শফিক ও আনোয়ারা বেগমের যৌথ পরিচালনায় পাঠ্য বই বিতরণ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র আদিত্য।
শিপন আহমদ, ওসমানীনগর থেকে জানিয়েছেন : একদিকে বছরের প্রথম দিন অন্যদিকে ওসমানীনগর উপজেলার বিদ্যালয়গুলোতে ছিল বই বিতরণের উৎসব। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্কুলে বই উৎসবে শামিল হয়ে হাতে আকর্ষণীয় ছবি আর বিষয় সংবলিত শিক্ষাক্রমের রঙিন ঝকঝকে নতুন এক সেট পাঠ্যবই পেয়ে আনন্দে মেতে উঠেছিল শিক্ষার্থীরা।  এ যেন শুধু আনন্দই নয়, তার চেয়েও বেশি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মঙ্গলচন্ডি নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যলয় পরিচালনা কমিটি সভাপতি আলহাজ্ব মকবুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান এমরান রব্বানী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সমাজ সেবক আব্দুল সালাম উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক চঞ্চল পাল, বিদ্যালয়ের পরিচালনা কমিটি সদস্য সুন্দর আলী খান, নুরুল হক, দাতা সদস্য আব্দাল হান্নান, মোজাহিদ আলী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদ আফজালুর রহমান চৌধুরী নাজলু, জাপা নেতা সুফি মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শহিদ হাসান। উপজেলার গোয়ালা বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল কদ্দুছ শেখ, আলাউর রহমান আলা, প্রধান শিক্ষক আবুল লেইছ, সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ধর, শিক্ষক সামছুল হক, সন্দিপ চক্রবর্তী, মোশাহিদ আলী, দিপক দাস, আছমা বেগম, চিনু ভৌমিক প্রমুখ। এছাড়া উপজেলার সিকন্দপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয় গুলোতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালাবাজার বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শাহিনা পারবিন মুন্নিসহ একাধিক শিক্ষার্থীরা জনায়, আজ আমাদের বই দিয়েছেন স্যাররা।  বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমরা সবাই আনন্দিত।
শুড়িগাঁও মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় : দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের শুড়িগাঁও মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকালে বিদ্যালয় হল রুমে বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উছমান আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার চৌধুরীর পরিচালনায় বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল কমিটির সাবেক সভাপতি ইছরাব আলী, ৩ নং ওয়ার্ড মেম্বার আকবর আলী, মনাই মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নজরুল ইসলাম,  শিক্ষিকা ফেরদৌসী আরা বেগম, স্বরস্বতি চক্রবর্তী, রীনা বেগম, শোমা দে প্রমুখ।
উল্লেখ্য, এবারের পিএসসি পরীক্ষায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের শুড়িগাঁও মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।
ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা : দক্ষিণ সুরমা ৩নং তেতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০১৫ইং বই উৎসব পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার আয়োজিত উৎসবে মাদ্রাসা কমিটির সভাপতি ওয়ারিছ আলী মেম্বার এর সভাপতিত্বে ও মাওলানা নুরুল ওয়াহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন ছমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টটেন্ট মো: ইসমাইল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আওয়াহিদ, হাজী মো: আছলম আলী, ৯নং ইউনিয়ন সদস্য ফারুক আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেরাগ আলী, হাজী খলিলুর রহমান, মাওলা তরীকুল্লাহ, মো: ইন্তাজ আলী, আব্দুল আজীজ, ফয়জুর রহমান, আনোয়ারুল ইসলাম, মাদ্রসার সহ-সুপারিন্টটেন্ট মাওলানা আব্দুল জব্বার, মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, মাওলানা ইমাদ উদ্দিন, কামরুজ্জামান, নাহিদ আল ফয়সল, মাওলানা আবুল হোসেন, মাওলানা আজিজুর রহমান আতিক, জুনাব আলী, হাজী আব্বাছ আলী, আব্দুল মতিন, আমীনুল হক প্রমুখ।
জাতীয় শিক্ষা কেন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয় : জাতীয় শিক্ষা কেন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তৌফিকুল হাদী বলেন, একটি জাতির উন্নতির জন্য শিক্ষা অপরিহার্য, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারে না। তাই তিনি প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মালিক হোসেন ইজ্জাদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা হালিমা খাতুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুসনা বেগম, সাবেক মহিলা কাউন্সিলর এড. সালমা সুলতানা, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল করিম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষিকা সুরমা বেগম, পাঞ্চালী চক্রবর্তী, হাফসা রশিদ ইভা প্রমুখ।
কমলগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণী অনুষ্ঠান ১ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক জুনেল আহমেদ তরফদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য হামিদুল হক চৌধুরী বাবর, কমলগঞ্জ রিপোর্টার ইউনিটি এর সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, অভিভাবক ও রহিমপুর ইউপি এর সাবেক সদস্য আব্দুল খালিক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছুর রহমান, শামসুদ মিয়া, ফজলুল কবীর তরফদার, দিলীপ ঘোষ ও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জুনেল আহমেদ তরফদার সবাইকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের যথাযথভাবে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতেই নতুন বই দেয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়ার করার জন্য উৎসাহ প্রদান করেন। শিক্ষাই জাতির মেরুদন্ড। সব কিছু হারিয়ে যায় কিন্তু শিক্ষা বা জ্ঞান হারিয়ে যায় না। সু শিক্ষায় শিক্ষিত হয়ে বিদ্যালয়ের মান বৃদ্ধি পাবে। একজন সু নাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠত হবে।