জেডিসিতে সুনামগঞ্জের সেরা আল-হেরা জামেয়া

62

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা সিলেট বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। সুনামগঞ্জ জেলার সেরা এই প্রতিষ্ঠানটি থেকে ২০১৪ সালের জেডিসি পরীক্ষায় ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অকৃতকার্য হয় একজন। কৃতকার্যদের মধ্যে এ প¬াস পেয়েছে ১৩, এ গ্রেড ৪১, এ মাইনাস গ্রেড ৭, বি গ্রেড ৪, সি গ্রেড ১ এবং ডি গ্রেড ১ জন পরীক্ষার্থী। অনুরুপভাবে বরাবরের মতো এবারও ২০১৪ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের মাধ্যমে সাফল্য বজায় রেখেছে আল-হেরা। এবারের পরীক্ষায়  এই প্রতিষ্ঠানটি থেকে ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৬, এ মাইনাস গ্রেড ২০, বি গ্রেড ২৩ এবং সি গ্রেড ৩ জন পরীক্ষার্থী। অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘জামেয়ার এই সাফল্য নিয়ে ছাত্র-শিক্ষক, অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টারই ফল। এর জন্য মহান আল্ল¬াহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে ফলাফলের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’