প্রিয়া ডাক্তার হতে চায়

30

JAC-PRIYA২০১৪ সালে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে নগরীর পাঠানটুলাস্থ স্কলার্স হোমস্ গালস্ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মারইয়াম আল হুমায়রা প্রিয়া। সে সিলেট জজ কোর্ট ৪ নং বার হলের নোটারী পাবলিক এডভোকেট মোঃ মখলিছুর রহমান ও ডাঃ আনজুমানারা হক চৌধুরী রত্মার মেয়ে।
প্রিয়া তার এই ঈর্ষণীয় সাফল্যে মহান আল্লাহ তাআলার শোকরিয়া জ্ঞাপন করে তার শিক্ষক/শিক্ষিকা বৃন্দ ও মাতা-পিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মান সেবায় আত্ম নিয়োগ করতে চায়। এ জন্যে প্রিয়া সবার কাছে দোয়া কামনা করেছে। মেয়ের সাফল্যে এক বার্তায় এডভোকেট মোঃ মখলিছুর রহমান বলেছেন, প্রিয়া এ প্লাস পাওয়ায় পিতা-মাতা হিসেবে তারা আনন্দিত। এই সাফল্যের পেছনে তার শিক্ষক/শিক্ষিকাদের অপরিসীম পরিশ্রম রয়েছে উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এমন সাফল্য ধরে রাখতে সবার দোয়া ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি। প্রিয়া সিলেটের জকিগঞ্জের ১ নং বারহাল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ময়নুল হক চৌধুরী মইন মিয়ার নাতনী এবং সিলেট এয়ারপোর্ট থানার ধোপাগুলের ৩ নং খাদিমনগর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী মরহুম হাজী কনু মিয়ার নাতিন। বিজ্ঞপ্তি