বাবা

2

শফিয়ার রহমান :

বাবা তোমার আদর পেলে
যাই-যে ব্যাথা ভুলে,
সাধন মনন তোমায় ঘিরে
আমার অন্ত কূলে।

থাকবে সদা আপন সাজে
মাথার মুকুট হয়ে,
ভালোবাসায় থাকবে অটুট
সকল দুঃখ জয়ে।

তোমার দেখা সরল পথে
চলবো সদা আমি,
বাবা তোমার দুঃখের মাঝে
আমি আলোক জামি।

বাবা তোমার স্নিগ্ধ ছোয়া
দূর করে সব জ্বালা,
বাবা তোমার হাতটি ধরে
পড়বো সুখের মালা।

বটবৃক্ষের ছায়ার মতো
প্রয়াস দিলে তুমি,
তোমার কঠোর শ্রমের ফলে
শক্ত আমার ভূমি।

বাবা তোমার মুখের হাসি,
শক্তি জোগায় মনে,
তোমার হাসি দেখলে আমি
দুঃখ ভুলি ক্ষণে।

বাবা তোমার শাসন-বারন
আমার চলার সাথী,
বাবা তুমি বৃক্ষশীর্ষের
সুভাস ভরা মাথি।