গ্রেফতার ও ১৪৪ ধারা জারি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না -নাছির চৌধুরী

45

sunamganj picসুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় জেলা শহরের পৌরবিপণী থেকে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, সকল স্বৈরাচারেরাই ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ চেষ্টা করে, শেখ হাসিনাও তাদেরই একজন। তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ সরকার অবৈধ, অবৈধ সরকারের ১৪৪ ধারা গণতন্ত্রপ্রিয় মানুষ মানবে না। ১৯৫২ সালে ১৪৪ ধারা ভেঙ্গে আমরা বাংলা ভাষা আদায় করেছি। এবার ১৪৪ ধারে ভেঙ্গে গণতন্ত্র উদ্ধার করবো। গ্রেফতার আর ১৪৪ ধারা জারি করে অবৈধ সরকার ক্ষতায় টিকে থাকতে পারবে না। তিনি নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনের ঘোষণা দেবেন আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে অবৈধ সরকারের পতন ঘটাবেন। জেলা আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নাদের আহমদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ জেপি, মুজিবুর রহমান মুজিব, এড. মাসুক আলম, আবুল মনসুর মোহাম্মদ শওকত, পৌর বিএপিনর আহ্বায়ক রেজাউল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিক, ইকবাল প্রমুখ। এরপর জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।