সাংবাদিকদের সাথে ৪০ সালা দস্তারবন্দী মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির মতবিনিময় ॥ আগামী কাল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী মহাসম্মেলন সফলে সকল মহলের সহযোগিতা কামনা

84

Dorgay Pic-23.12.14-1স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী জামেয়া ক্বাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার ৩ দিনব্যাপী ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে মহা সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৪০ বছর পর অনুষ্ঠিত এ মহা সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে তাফসির পেশ করবেন। মহা সম্মেলনে সফলে সিলেটের সর্বস্তরের প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ গতকাল দরগা মাদ্রাসা আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ৪০ সালা দস্তারবন্দী মহা সম্মেলনের বাস্তবায়ন কমিটির পৃষ্ঠপোষক মাওলানা মুহিবুল হক, আহবায়ক মুফতি আবুল কালাম জাকারিয়া, সদস্য সচিব মাওলানা আছাদ উদ্দিন, সদস্য মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা হিলাল উদ্দিন হায়দরী, মাওলানা রশিদ আহমদ প্রমুখ।
এদিকে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন সফল করে তোলার লক্ষ্যে সিলেটে সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে। কওমী মাদ্রাসাসমুহে এই সম্মেলনকে কেন্দ্রকরে চলছে নানা প্রস্তুতি। বিগত ৪০ বছরে জামিয়ায় লেখাপড়া সমাপ্তকারীদের সম্মাননা প্রদান করতেই দস্তারবন্দী মহাসম্মেলন। সম্মেলনকে সফল করে তোলার জন্য গতকাল মঙ্গললবার দুপুরে সিলেটে নগরীতে এক বর্ণাঢ্য প্রচার মিছিল বের করে আকবরী কাফেলা।
মিছিল পরবর্তী সমাবেশে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার সুযোগ্য ফাযিল, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুরর পাশা চৌধুরী বলেছেন জামিয়া দরগাহ বৃহত্তর সিলেটের একটি শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশ ও জাতির কল্যাণে জামিয়ার ফুযালারা প্রশংসনীয় অবধান রেখে যাচ্ছেন।
তিনি দরগা মাদরাসার প্রতিষ্ঠাতা ইমাম সাহেব হুজুরের স্মৃতিচারণ করে বলেন আধ্যাত্মিক সবক গ্রহণ করতে দস্তারবন্দী মহাসম্মেলন সফল করতে হবে।
জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ:) সিলেটের ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন সফলের লক্ষ্যে প্রচার মিছিল পরবর্তী সভায় বিপুল সংখ্যক আলেম উলামা শরীক হন। আকবরী কাফেলা সিলেটের উদ্যোগে মিছিলটি দরগার মসজিদের মিনারের সামন থেকে বের হয়ে স্টেডিয়াম, লামাবাজার, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্রা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরগাহ মাদরাসায় এসে সমাপ্ত হয়।
মিছিলে নেতৃত্বে দেন জামিয়া ফাযিল ও শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, মাওলানা হাফিজ মুফিজুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, আবু তোরাব মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মুশতাক আহমদ, মাওলানা আরশাদ নোমান প্রমুখ।