মেয়র আরিফ ইস্যুতে ফুঁসে উঠছে সিলেটের মানুষ ॥ প্রয়োজনে সিলেটকে অচল করে দেওয়ার হুমকি

36

scc pic-5সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে হয়রানীর প্রতিবাদে ফুঁসে উঠছে সিলেটের মানুষ। এই ইস্যুতে হরতাল, মানববন্ধন, গণস্বাক্ষর, বিক্ষোভ মিছিল, সংহতি সমাবেশ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের পর এবার রাজপথে নেমেছে পাড়া মহল্লার মানুষ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর ওয়ার্ডবাসীরা সিলেট নগরীজুড়ে একের পর এক মিছিল সমাবেশ করেন। মৌন মিছিল এবং সমাবেশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দও।
এসব সমাবেশে বক্তারা বলেছেন, সিলেটের উন্নয়নকামী নেতা, জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর লক্ষাধিক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তার সাথে লক্ষ লক্ষ মানুষের স্বত:ফূর্ত সমর্থন রয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না হলে সর্বস্তরের মানুষ একযোগে সিলেটের রাজপথে অবস্থান নিয়ে প্রয়োজনে সিলেটকে অচল করে দেবে।
বক্তারা আরও বলেন, সিলেটের উন্নয়নের ধারা বন্ধ করতে মেয়র আরিফকে সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে চার্জশিট থেকে তাঁর নাম প্রত্যাহার না হলে সিলেটবাসী তীব্র গণআন্দোলন গড়ে তুলবে।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের উদ্যোগে বিকেল ৩টায় নগরভবন থেকে মৌন মিছিল বের করা হয়। এ সময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক তাৎক্ষণিক সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌন মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল জলিল নজরুল, সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সংরক্ষিত ৪ আসনের কাউন্সিলর আমেনা বেগম রুমি, সংরক্ষিত ৫ আসনের কাউন্সিলর দিবা রাণী দে, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপী, সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
এদিকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে মিছিল করেন স্থানীয় ওয়ার্ডবাসী। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশ নেন। ১ নম্বর ওয়ার্ড থেকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদীর নেতৃত্বে, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়ার নেতৃত্বে, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের নেতৃত্বে, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ চৌধুরীর নেতৃত্বে, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলীর নেতৃত্বে, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের নেতৃত্বে, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকেরের নেতৃত্বে, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের নেতৃত্বে, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিবের নেতৃত্বে, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জলের নেতৃত্ব, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের নেতৃত্বে, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনের নেতৃত্বে, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপনের নেতৃত্বে, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল জলিল নজরুলের নেতৃত্বে, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপীর নেতৃত্বে পাড়া মহল্লায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুর নেতৃত্বে বিকেলে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি