যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সিলেটের পর্যটন শিল্প ব্যাপক প্রসার লাভ করবে – জেলা প্রশাসক

42
সিলেট ট্যুরিজম ক্লাব আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, সিলেটের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থ দ্রুত উন্নত করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সিলেটের পর্যটন শিল্প ব্যাপক প্রসার লাভ করবে। পর্যটন শিল্পের উন্নয়নে সরকারে পাশাপাশি ব্যাপক বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। তিনি আরো বলেন সিলেটের পর্যটন নিয়ে সরকার খুবই আগ্রহী। আগামী কয়েক বছরে তার প্রমান পাওয়া যাবে। তিনি সিলেটে একটি পর্যটন সমন্বয় কমিটি গঠনের আগ্রহ প্রকাশ করে বলেন সকলের প্রচেষ্টায় সিলেটের সম্ভাবনাময় এই শিল্প অনেক দূর এগিয়ে যাবে।
তিনি শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্যটন বিষয় স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাব আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির ১০ম তলায় রিচমন্ড হোটেলে ক্লাব সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খন্দকার সিপার আহমদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সিলেট ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এম মোশারফ হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক কাজি ওয়াহিদুর রহমান।
বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক, ক্লাবের সহ- সভাপতি দিলওয়ার হোসেন রানা, ফয়জুল হাসান, লায়ন্স রুহুল আমিন চৌধুরী, সহ- সাধারণ সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ টিপু, ধর্ম বিষয় সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক সালা উদ্দিন মিরাজ, সহ অফিস সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী বাবুল, সহ প্রচার সম্পাদক ফুরকান আহমদ, সদস্য সাংবাদিক আব্দুল আহাদ, মাছুম জায়গিরদার, সিলেট ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক তুষার বক্ত রুহেল, শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সোহানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাকিলুর রহমান। বিজ্ঞপ্তি