আওয়ামী লীগের বিশাল বিজয় শোভাযাত্রা ॥ একাত্তরের পরাজিত সকল শক্তির বিরুদ্ধে সজাগ থাকুন

30

DSC_9541স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে স্মরণকালের বিশাল বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুর ১২টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সাবেক মহিলা সাংসদ ও মহিলা আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেল, শ্রমিক লীগ নেতা জাফর আহমদ চৌধুরী, মো. আব্দুর রহমান, আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগ আহবায়ক আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, মহানগর সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসান, আওয়ামী লীগ নেতা সুদীপ দে, জগদীশ দাস, আব্দুর রকিব বাবলু, আফতাব হোসেন, পিযুষ কান্তি দে প্রমুখ।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায়। শেখ হাসিনার নেতৃত্বে সরকার একাত্তরের চেতনা লালন করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, মানবতাবিরোধী অপরাধে রাজাকার, আল বদরদের বিচার শুরু হয়েছে। রায় কার্যকর হচ্ছে।
তারা বলেন, পচাত্তরের পটপরিবর্তনের পর মেজর জিয়া রাজাকারদের পুনর্বাসন করেছিল। আর তার স্ত্রী খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরকে সাথে নিয়ে বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। বাংলার জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। আর শেখ হাসিনা সেই উন্নয়ন ধারা অব্যাহত রেখেছেন। একাত্তরের পরাজিত শক্তিদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান তারা।