তারাপুর চা বাগানের গাছ কর্তন ও সাংবাদিক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ

48

তারাপুর চা বাগানের গাছ কর্তন ও সংবাদ সংগ্রহকারী যমুনা টিভির সাংবাদিকদের উপর বাগান ম্যানেজারদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তারাপুর চা বাগানকে ধ্বংস করে ভূমি দখলের পায়তারা হচ্ছে বলে দাবি করেন। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন বাগানের লীজ গ্রহীতার দান পত্র বা হস্তান্তর করার ক্ষমতা নেই। তারাপুর বাগান দেবত্তোর সম্পত্তি। বাগানের লীজ গ্রহীতা কাউকে দান করার ক্ষমতা নেই। তারাপুর চা বাগানের মালিক সম্প্রতি একটি ইউনিভার্সিটির ক্যাম্পাস করার জন্য বাগানের টিলা ও গাছ কাটার উদ্যোগ গ্রহণ করেছিল বাগানের শ্রমিকদের প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি। তারাপুর বাগান পর্যাক্রমে ধ্বংস করার অংশ হিসাবেই রাতের আঁধারে শত শত গাছ কাটা হয়েছে এটা শিল্প ধ্বংসের একটি ষড়যন্ত্র। চা শ্রমিকরা চা শিল্প রক্ষার জন্য ভূমিকা রাখছেন। রাতের আঁধারে কেটে ফেলা গাছের স্থানে নতুন করে চারা রোপণ করে গাছের পরিচর্যা করছেন। বিবৃতি দাতারা হলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নুরুল হুদা সালেহ, সাধারণ সম্পাদক রুপক দাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া। বিজ্ঞপ্তি