জগন্নাথপুরে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা ॥ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার শিখার বিকল্প নেই

23

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আইডিয়াল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারস্থ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জামাল মিয়া তালুকদার। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া। বক্তব্য রাখেন, রাণীগঞ্জ কম্পিউটার গ্যালারীর পরিচালক গোলাম সারোয়ার, আইডিয়াল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক রাজু আহমদ, মিঠুন রায়, ইসলাম আলী, রাহুল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রশিক্ষণ কেন্দ্রের ২০ জন উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশ প্রযুক্তির দিকে অনেক এগিয়ে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার শিখার বিকল্প নেই। তাই আমাদের সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটারে পারদর্শী হতে হবে। এ ক্ষেত্রে আইডিয়াল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মতো প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্র জগন্নাথপুর উপজেলার যুব সমাজকে কম্পিউটারে প্রশিক্ষণের মাধ্যমে আলোর দিকে অগ্রসর করছে।