সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম —— সহকারী কমিশনার মনিরুজ্জামান

35

DSC06424দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেছেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। গ্রাম আদালত কার্যকরীকরণে প্রয়োজন সঠিক তথ্য, স্পষ্ট ধারণা, বিষয়ভিত্তিক জ্ঞান, সচেতনতা, সামাজিক একতা ও সাম্য। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের বিভিন্ন পেশাজীবীদের এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবারসকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন পক্ষের সাথে গ্রাম আদালত বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় বিচার ব্যবস্থা সুদৃঢ় ও টেকসই করতে এবং গ্রাম আদালতের কার্যক্রমকে শক্তিশালী করতে সরকার, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় ৫ বছর মেয়াদী (২০০৯-১৪) অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যকারিতা নিশ্চিত করার জন্য আয়োজিত বিভিন্ন পক্ষের সাথে গ্রাম আদালত বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা পরিচালনা করেন ইউএনডিপির প্রোগ্রাম সাপোর্ট অফিসার সন্তোষ বিকাশ ত্রিপুরা।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, উপজেলা মৎস্য অধিদপ্তর গোত্র সহকারী মোঃ দুলাল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা গ্রাম আদালত প্রকল্প সুপার ভাইজার নাসির উদ্দিন, অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস প্রশিক্ষক মোঃ তারিকুল ইসলাম, গ্রাম আদালতের ফিল্ড ওয়ার্কার খিজির আহমদ চৌধুরী, শাহ রুম্মানুল হক ও বেলায়েত হোসেন, দক্ষিণ সুরমা হাজী মবশ্বির আলী কল্যাণ ট্রাস্টের প্রচার সম্পাদক শরীফ আহমদ। দিনব্যাপী ৩য় পর্যায়ের কর্মশালায় মহিলা ইউপি সদস্য ১৭ জন, সচিব ৫ জন, এনজিও কর্মী ৫ জন মোট ৩৮ জন অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি