নারী নির্যাতন প্রতিরোধ দিবসে আলোচনা সভা ॥ নারী নির্যাতন বন্ধ করতে হলে সর্বপ্রথম বাল্যবিবাহ বন্ধ করতে হবে

40

বাল্যবিবাহ নারী নির্যাতনের অন্যতম কারণ। নারী নির্যাতন বন্ধ করতে হলে সর্বপ্রথম বাল্যবিবাহ বন্ধ করতে হবে। নির্যাতিত নারীদের প্রতি সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পারিবারিক সহিংসতা বন্ধ করার জন্য সমাজের সর্বস্তরে মানবাধিকার সচেতনতা প্রয়োজন। এজন্য নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ উপলক্ষ্যে আরএইচস্টেপ আলোর ধারার উদ্যোগে মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
গতকাল মঙ্গলবার নগরীর আখালিয়াস্থ আলোর ধারা কমিউনিটি রিসোর্স সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোর ধারা কমিউনিটি রিসোর্স সেন্টার-এর সহকারী ইউনিট ম্যানেজার ফিলিপ সমদ্দারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন-এর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের  মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলোর ধারা কমিউনিটি রিসোর্স সেন্টার-এর ইউনিট ম্যানেজার নীহার রঞ্জন দাশ, আলোর ধারা কর্মকর্তা রাবেয়া আক্তার, নাসিম আহমদ, ফুয়াদ আহমদ আজিম, লোকমান আহমদ, টিপু দাস, খোকন আহমদ, সাহেরা বেগম বীথি, মৌষুমী চন্দ্র, হামিদা আক্তার হিমা, লিমা বেগম, রুমানা পারভীন রুমাসহ আরএইচএসটিইপি, আরএফএসইউ প্রোজেক্ট-এর আওতায় আলোর ধারা কমিউনিটি রিসোর্স সেন্টার-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকতার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি