২ শতাধিক ইউএনওকে ডিসেম্বরে জেলা প্রশাসক ও সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হচ্ছে

33

ctg-news-document-6111_44343কাজিরবাজার ডেস্ক :
মেয়াদ পূর্ণ হওয়ার পর মাঠ প্রশাসনে দুই শতাধিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পদে থাকা কর্মকর্তাদের আগামী ডিসেম্বর মাসে তুলে নেয়া হচ্ছে। এসব কর্মকর্তাদের অতিরিক্ত জেলা প্রশাসক ও সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন দেয়া হচ্ছে।
অন্যদিকে সিনিয়র স্কেল প্রাপ্ত ২৭তম ব্যাচের দুই শতাধিক কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই এসব কর্মকর্তাকে ফিটলিষ্টভুক্ত করার কাজও শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখা-৫ থেকে রেক্টর বিসিএস (প্রশাসন) একাডেমিকে ১৫ দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, সিনিয়র স্কেল প্রাপ্ত ২৭ তম ব্যাচের প্রায় ২০০ শতাধিক কর্মকর্তার চাকরিকাল আগামী ৩০ নভেম্বর ৬ বছর পূর্ণ হবে।
কর্মকর্তাদের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফিটলিষ্টভুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আগামী জানুয়ারীতে এসব কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নের করার পরিকল্পনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের আগে এসব কর্মকর্তাকে উপজেলা প্রশাসন ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করার প্রয়োজন।
২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৪৮৯ জন উপজেলায় নির্বাহী অফিসার পদে নিয়োগ দেয়া হয়। প্রায় ছয় বছর পর উপজেলা নির্বাহী অফিসার পদে দুই শতাধিক কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি ও সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীতে বাকি ২৮৯ উপজেলা নির্বাহী অফিসারকে পদায়ণ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী এ বিষয়ে বলেন, মাঠ প্রশাসনে যেসব কর্মকর্তা অনেক দিন ধরে রয়েছে তাদের তুলে নেয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সে কাজটাই তারা করছে।