শিক্ষার আধুনিকায়ন ডিজিটাল বাংলাদেশ গড়ার পূর্বশর্ত -বদরুল ইসলাম শোয়েব

48

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন- ডিজিটাল বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হচ্ছে শিক্ষার আধুনিকায়ন। বর্তমান সময়ে তথ্য-প্রযুক্তির অগ্রযাত্রায় এ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বা তথ্য প্রযুক্তির ব্যবহার হাতের মুঠোয় পৌছে গেছে। শিক্ষক-শিক্ষার্থীদৈর জন্য ই-বুক প্রণয়ন, ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষার ফলাফল ঘোষণা, শিক্ষার্থীদের ভর্তির আবেদন ও ফলাফল জানা ইত্যাদি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদাহরণ। পুরাতন শিক্ষাদান পদ্ধতির পরিবর্তন ঘটাতে সরকার ডিজিটাল ক্লাসরুম চালুর উদ্যোগ গ্রহণ করেছে।
গোলাপগঞ্জ উপজেলার শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১২টায় বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এনামুল কবিরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মিটু চৌধুরী। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক হাফিজ খলিল আহমদ, শিক্ষানুরাগী আরিফ আহমদ মজনু, জুবায়ের আহমদ আনা, মিছবাহ উদ্দিন, সোনা মিয়া, সুজা আহমদ, মইনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি